আর্মি অফিসার - আর্মি অফিসার হওয়ার যোগ্যতা
দেখুন একজন আর্মি অফিসার হওয়াটা কোনোভাবেই সহজ কোনো বিষয় নয় ৷ বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করলে আপনি প্রথম যে পদ বা পদবীটা পাবেন তা হলো "লেফটেন্যান্ট"।
লেফটেন্যান্ট হওয়ার জন্য আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর বাংলাদেশ মিলিটারি একাডেমি ( BMA ) তে প্রায় তিন বছর ট্রেনিং নেয়ার পর কমিশন লাভের মাধ্যমে আপনাকে সম্মানজনক এই লেফটেন্যান্ট পদবী অর্জন করতে হবে। এবং তারপর ধাপে ধাপে পদন্নোতি লাভ করে উপরের লেভেলে যেতে হবে।
ক্যারিয়ারঃ একজন আর্মি অফিসার এর ক্যারিয়ার কেমন হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। খুবই সম্মান জনক পেশা এটি। একজন আর্মি অফিসার প্রতিটি জায়গায় সম্মানিত হয়ে থাকেন।
একজন আর্মি অফিসার
- পদবীঃ আর্মি অফিসার ( প্রথম পদবী-লেফটেন্যান্ট )।
- শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমকি এবং উচ্চ মাধ্যমিক এর একটিতে কমপক্ষে জিপিএ ৪.৫০ ও অন্যটিতে জিপিএ ৫ পেতে হবে। ইংরেজি মিডিয়ামে পড়ালেখা করা প্রার্থীগণের ক্ষেত্রে ও লেভেলের ছয়টি বিষয় এর মধ্যে তিনটিতে "এ" এবং তিনটিতে "বি" গ্রেড পাওয়া আবশ্যক এবং এ লেভেলে দুইটি বিষয় এর দুইটিতেই কমপক্ষে "বি" গ্রেড থাকতে হবে। আপনাদের জানার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনাদের কে অবগত করলাম। কর্তৃপক্ষ চাইলে শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিয়োজন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
- প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সেনাবাহিনী।
- ধরনঃ ফুল টাইম।
- বয়সঃ সশস্ত্র বাহিনীর জন্য ১৮-২৩ ( আঠারো থেকে তেইশ ) বছর ও বিএমএ লং কোর্সের জন্য ১৭-২১ বছর।
- অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই।
- স্কিলঃ শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, নেতৃত্বের দক্ষতা, উপস্থিত বুদ্ধি, আত্নবিশ্বাস, ইংরেজিতে দক্ষতা ইত্যাদি।
- বেতনঃ আর্মি অফিসারদের বেতন ২০-৩০ হাজার টাকা থেকে সাধারণত শুরু হয়। এরপর নিয়ম অনুযায়ী বাড়তে থাকে।
কাজঃ শিক্ষা এবং কোর অনুযায়ী একেক জন আর্মি অফিসার এর একেক রকম কাজ হয়ে থাকে-
- শিক্ষা
- ইঞ্জিনিয়ারিং
- আর্টিলারি
- আরমার্ড ( ট্যাঙ্ক )
- ইনফ্যান্ট্রি
- সিগন্যালস
- ইএমই ও অন্যান্য
আর্মি অফিসার হওয়ার ধাপ সমূহঃ
- প্রথমত লিখিত পরীক্ষা হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা হবে।
- মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আইএসএসবি এর চূড়ান্ত পরীক্ষা হবে ৷
- আইএসএসবি এর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে।
শর্ত-প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী এবং অবিবাহিত হতে হবে।
উচ্চতা ও ওজনঃ
- ছেলেদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৫৪ কেজি
- মেয়েদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৪৭ কেজি
বুকঃ
- ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং প্রসারিত ৩২ ইঞ্চি
- মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং প্রসারিত ৩০ ইঞ্চি
পদন্নোতিঃ একজন আর্মি অফিসার চাকরির শুরুতেই একজন লেফটেন্যান্ট পদবী ধারী হয়ে থাকেন এবং পরবর্তীতে ধাপে ধাপে পদন্নোতি লাভ করে থাকেন। সম্ভাব্য যে পদন্নোতি গুলো একজন লেফটেন্যান্ট পেতে পারেন তা হলো-
- ক্যাপ্টেন
- মেজর
- লেফটেন্যান্ট কর্ণেল
- ব্রিগেডিয়ার জেনারেল
- মেজর জেনারেল
- লেফটেন্যান্ট জেনারেল
- জেনারেল
- ফিল্ড মার্শাল
প্রিয় পাঠক বাংলাদেশ সেনাবাহিনী এর একজন অফিসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করছি আপনরা একটু হলেও আর্মি অফিসার পদবী বা পদবীগুলো সম্পর্কে ধারনা পেয়েছেন। ভালো লাগলে আমাদের আর্টিকেল গুলো নিয়মিত পড়তে থাকন এবং অজনাকে জানতে থাকুন ৷ আর্মি অফিসার সম্পর্কে কোনোও প্রশ্ন থাকলে বা আরোও কোনোও কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন ৷ আমরা দ্রুত এবং যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করবো।
পাঠক আমরা "চাকরি নিন" ওয়েবসাইট এর মাধ্যমে নিয়মিত সরকারি-বেসরকারি ও অন্যান্য প্রকাশিত চাকরির খবর গুলো সংগ্রহ করে প্রকাশ করে থাকি। সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে আমাদের সাইট ভিজিট করার পরামর্শ রইলো।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url