Google1 কেন ব্যবহার করবেন
আপনি যখন গুগল অ্যাকাউন্ট খুলেন তখন আপনাকে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেওয়া হয় যা আপনি Google Drive,Gmail, Google photos ইত্যাদি তে ব্যাবহার করতে পারবেন। এখন আপনার ফোন কিংবা কম্পিউটার সেই ১৫ জিবি স্টোরেজ এর কতটুকু Google Drive,Gmail, Google photos ব্যাবহারে দখল করছে সেটা আপনার পক্ষে আলাদা করে নির্ণয় করা সম্ভব নয়। google ওয়ান একাউন্ট কিভাবে খুলবেন এর ব্যবহারের সুবিধা অসুবিধা সবকিছু বর্ণনা দেওয়া হল।
পেজ সূচিপত্রঃ Google1 কেন ব্যবহার করবেন
- Google1কেন ব্যবহার করবেন
- Google1 ব্যবহারের সুবিধা
- Google1 ব্যবহারের কিছু অসুবিধা
- Google1 ড্রাইভ একাউন্ট কিভাবে খুলবেন
- Google1 এবং Google ড্রাইভ এর মধ্য বেসিক পার্থক্য
Google1 কেন ব্যবহার করবেন
আপনি যদি অফিসের কোনো কাজ করেন তাহালে গুগল ওয়ান ব্যবহার করে প্রয়োজনীয় সকল ডাটা গুলো Google1এ রাখতে পারবেন। তাছাড়া আপনি যদি আমার মতো ব্লগার হয়ে থাকেন, তাহালে আর্টিকেল গুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন।
গুগল ড্রাইভ কি কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন
এছাড়া, আপনার প্রয়োজনীয় সকল ফাইল, ডাটা, ছবি, ভিডিও, অডিও, মোবাইল নম্বার ইত্যাদি ব্যাকআপ করে রাখতে পারবেন। আপনি যদি এখানে অটোমেটিক ব্যাকআপ সিস্টেম চালু করে রাখেন তাহালে সকল ফাইল গুলো অটো ব্যাকআপ হতে থাকবে।
আবার আপনি নিজে নিজেও প্রয়োজনীয় ডাটা গুলো আপলোড করতে পারবেন। যেভাবে আপনি গুগল ড্রাইভ এ আপলোড করেন। আশাকরি, বুঝতে পারছেন কেন Google1 ব্যবহার করতে হবে।
Google1 ব্যবহারের সুবিধা
Google1 গুগল ড্রাইভ এর মত ব্যবহারের কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো
- এখানে আপনি ১৫ জিবি স্টোরেজ সম্পর্ন ফ্রিতে পাচ্ছেন।
- মোবাইল হারিয়ে গেলেও আপনার ডাটা গুলো হারিয়ে যাবে না।
- সহজে অটোমেটিক ব্যাকআপ চালু করে ফাইল গুলো ব্যাকআপ করে নিতে পারবেন।
- আপলোড করা ছবি, ভিডিও, অডিও গুলোর কোয়ালাটি নষ্ট হয় না।
- আপনি যদি চান premium subscription করে আরো Storage বাড়িয়ে নিতে পারবেন। ১০০ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারন সেজন্য আপনাকে প্রতি বছর 19.99 ডলার পে করতে হবে।
Google1 ব্যবহারের কিছু অসুবিধা
- Google1 আপনি ১৫ জিবির বেশি Storage ব্যবহার করতে পারবেন না।
- এটা শুধু আপনার পাসোনাল কাজে ব্যবহার করতে পারবেন। google drive এর মতো ব্যবহার করতে পারবেন না।
- যদি আপনার জিমেইল একাউন্ট হ্যাক হয়ে যায় তাহালে ডাটা গুলো চুরি হয় যাবে।
Google1 ড্রাইভ একাউন্ট কিভাবে খুলবেন
Google1 এবং Google ড্রাইভ এর মধ্য বেসিক পার্থক্য
গুগল ড্রাইভে আপনার যে ডাটাগুলো থাকবে ছবি, অডিও , ভিডিও এবং বিভিন্ন ধরনের আর্টিকেল সেগুলো আপনি সহজে শেয়ার করতে পারবেন কিন্তু Google1 এর ডাটা গুলো আপনি শেয়ার করতে পারবেন না।
Google One" এপ্লিকেশন টি ব্যাবহার করে সহজেই বুঝতে পারবেন আপনার কোন অ্যাপ অতিরিক্ত জায়গা খেয়ে ফুল হয়ে গেছে আর তাই আপনি তৎক্ষণাৎ সেটা ক্লিন করতে পারবেন। তাছাড়া গুগল ওয়ান আপনাকে বিভিন্ন সাজেশন দিবে কোন ফাইল গুলো আপনার বেশি স্টোরেজ খাচ্ছে, আর কোন গুলো ডিলিট করা উচিত।
পাঠক আমরা "চাকরি নিন" ওয়েবসাইটের মাধ্যমে সরকারি-বেসরকারি ও অন্যান্য প্রকাশিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করে থাকি। নিয়মিত সকল ধরণের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের সাইট ভিজিট করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url